সবুজ স্টাফ রিপোর্টার ভোলা
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা পরিদর্শনে গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভোলার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাতে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের নেতৃত্বে ভোলা শহরের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন যান নেতারা। ভোলা শহরের বিভিন্ন মন্ডপ পরিদর্শন শেষে রাজাপুর পঞ্চায়েত বাড়ি গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
পূজা মন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম , জেলা বিএনপির সদস্য বিল্লাহ মিয়া পৌর বিএনপির প্রচার সম্পাদক আষাদ খোকন, জেলা ছাত্রদল নেতা নুর মোহাম্মদ রুবেল সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।