স্টাফ রিপোর্টার!!
ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ীদের নিকট থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় পুলিশ ০৩ জনকে গ্রেফতার করেছেন।
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ইং ১৩/০২/২০২৫ তারিখ ভোলা জেলার বোরহানউদ্দিন ও লালমোহন থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ভূয়া ম্যাজিস্ট্রেট ১। আফরান শুভ (২২), পিতা-মোঃ কবির, মাতা-শিরিনা বেগম, সাং-চরগোয়ালিয়া ৪নং ওয়ার্ড, থানা-মনপুরা, জেলা-ভোলা, আনসার সদস্য ২। মোঃ হারুন অর রশিদ (৪৩), (আনসারের পিসি, যাহার নম্বর-৬৭৬২), পিতা-মৃত আঃ রব হাওলাদার, সাং-হাসাননগর ৭নং ওয়ার্ড, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা, গাড়ী চালক ৩। মোঃ বাবুল হাওলাদার (৩০), পিতা-মোঃ নাছির হাওলাদার, সাং-হাসাননগর ৭নং ওয়ার্ড, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলাদেরকে বোরহানউদ্দিন ও লালমোহন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় এসআই নাজমুল হাসানসহ একটি চৌকশ দল। আসামীদের হেফাজত থেকে ভূয়া পরিচয়পত্র, ভূয়া জরিমানা আদায়ের রেজিস্টার, ভূয়া বাজার মনিটরিং অনুমতি পত্রসহ অপরাধ কার্যে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.