মোঃ সবুজ স্টাফ রিপোর্টার ভোলা
ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক স্যারের দিক নির্দেশনায়, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর তত্ত্বাবধানে ইনচার্জ (ওসি) মহোদয়ের নির্দেশনায় এএসআই (নিঃ) মোঃ আল আমীন এর সার্বিক সহযোগিতায় ভুক্তভোগী মোঃ শাকিল (২১) ভোলা এর অনলাইনে ল্যাবটপ ক্রয়ের জন্য বিকাশের মাধ্যমে টাকা দিয়ে প্রতারিত হয় । পরে ভোলা সদর মডেল থানার জিডি নং ৭৬৯ তাং ১৪/০৯/২৪ মূলে উক্ত টাকা ১০,০০০ টাকা অদ্য ১৫ই অক্টোবর ২৪ ইং তারিখে উদ্ধার পূর্বক ওসি স্যারের মাধ্যমে ভুক্তভোগীকে বুঝিয়ে দেওয়া হয়। এবং এএসআই (নিঃ) মোঃ আল আমীন সকলকে অনলাইনে কেনাকাটা করার সময়ে সতার্ক থাকার অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.