মোঃ সবুজ স্টাফ রিপোর্টার ভোলা
ভোলার দৌলখান উপজেলায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
রবিবার (২৭ অক্টোবর) ভোর রাতে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটকের সময় তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও ৬টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্ততিতে বিষয়টি নিশ্চিত করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।
আটককৃতরা হলেন- মো. লোকমান হোসেন (৫০) ও তার ছেলে মো. হাসনাইন (২৩)। আটক বাবা-ছেলে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেও স্থানীয়ভাবে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং তারা স্থানীয় চরপাতা ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের (মহিলা) মেম্বারের স্বামী ও ছেলে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কিছুদিন ধরে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা এলাকার মেঘনা নদী এবং আশপাশের চরে মো. লোকমান হোসেনের নেতৃত্বে একটি সন্ত্রাসীদল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল। ভুক্তভোগীরা কোস্ট গার্ডের কাছে সাহায্য চাইলে কোস্ট গার্ড ওইসব এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
এতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর ৪টা পর্যন্ত ভোলা বিসিজি বেইস ভোলা কর্তৃক স্টাফ অফিসারের নেতৃত্বে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দৌলতখান উপজেলার চরপাতা এলাকা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী মো. লোকমান হোসেন ও তার ছেলে মো. হাসনাইনকে একটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পরে জব্দকৃত অস্ত্রসহ আটককৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.