ভাগ বাটোয়ারা নিয়ে নরসিংদীতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষআহত এক ডজন
👤বিশেষ প্রতিনিধি :-
নরসিংদী জেলা ছাত্রদল নেতা জাহিদ হাসান জাপ্পির সাথে হাতাহাতির ঘটনা ঘটে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সাথে ।
জাহিদ হাসান জাপ্পি গ্রুপের লোকজনের উপর হামলা করে নাহিদ ও তার সাঙ্গোপাঙ্গরা ।
এতে নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন জাপ্পি (২৬) ,ছাত্রদল নেতা জামান (২৪), তৌফিক (২৭) ইয়াসিন আহমেদ (২৫), জাহিদ বিন রাফি (২২)সহ উভয় গ্রুপের ১৪ জন আহত হন বলে জানা যায় ।আহতরা নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে যার যার বাড়ি চলে গেছে বলে জানা যায়। উল্লেখ্য, যে অদ্য নরসিংদী শহরস্থ চিনিশপুর জেলা বিএনপির কার্যালয়ে ভাগ বাটোয়ারা নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এ সময় হাতাহাতে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ মাথায় আঘাতপ্রাপ্ত হয়।সিদ্দিকুর রহমান নাহিদ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যায়। ইতিপূর্বে ছাত্রদলের ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং দুজন মারা গেছে, সাদেক ও আশরাফুল, নাহিদ সভাপতি হওয়ার পর নিজেদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। জাপপী মেধাবী ছাত্রনেতা এবং অত্যন্ত জনপ্রিয় এই হামলার নিন্দা জানিয়েছেন বিভিন্ন মহল। একাধিক সূত্র জানিয়েছেন ভাগ বাটোয়ারা নিয়ে এ ঘটনা ঘটে