শাহ আলী তৌফিক রিপন, বিশেষ প্রতিনিধি :
“সুস্থ্য সূচনা, আশাবাদী ভবিষ্যত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ এপ্রিল ২০২৫ (সোমবার) নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় কেন্দুয়া প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সকাল সাড়ে ১১টায় কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম, এবং সহযোগিতায় ছিল জেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোঃ রহিছ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাস।
আলোচনা সভায় অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন:
কোহিনূর বেগম, জেলা অধিকার ফোরামের সদস্য সচিব ও জেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক
মুক্তিযোদ্ধা নূরুল হক, সহ-সভাপতি, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম
কাঞ্চন মিয়া
কানিজ সুলতানা মিতু
মাহমুদ হাসান প্রান্ত, সদস্য, জেলা অধিকার যুব ফোরাম
আরিফুজ্জামান আরিফ, সমন্বয়কারী, উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম
সুরাইয়া খানম সুমি, সমন্বয়ক, তারুণ্যের কণ্ঠস্বর
বক্তারা তাঁদের বক্তব্যে স্বাস্থ্যসচেতনতা, স্বাস্থ্য অধিকার এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি স্বাস্থ্যসম্মত সমাজ গঠনে যুব সমাজকে সম্পৃক্ত করা সময়ের দাবি।
আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক অনুকূল সরকার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতিনিধি, জেলা ও উপজেলা অধিকার যুব ফোরামের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সচেতন নাগরিকবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, সচেতনতামূলক ও ভবিষ্যতের জন্য উৎসাহব্যঞ্জক। স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ স্থানীয় পর্যায়ে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.