জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) নরসিংদির অভিযানে ১২০ কেজি গাঁজা ১৩০ বোতল ফেনসিডিল পিক-আপ সহ উদ্ধার ও ০২ জন আসামি হাতে- নাতে গ্রেফতার।
মো: মাহবুবুর রহমান খান : গত রবিবার ০৯মার্চ,২০২৫ খ্রি.
গভীর রাত ১২ টা ৩৫ মিনিটে জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান এর দিক নির্দেশনায় এবং ওসি কামরুজ্জামান (জেলা গোয়েন্দা শাখা),এস.আই মো: জামিরুল ইসলাম ( নিরস্ত্র) জেলা গোয়েন্দা শাখার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ নরসিংদী জেলার রায়পুরা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পায় যে ব্রাহ্মণবাড়িয়া জেলা হইতে একটি পিকাপ যোগে অবৈধ মাদকের বড় চালান আসিতেছে, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভৈরব রায়পুরা ব্রিজ সংলগ্ন রায়পুরা থানাধীন মাহমুদাবাদ নামক স্হানের মান্দাবাজ সাকিনস্হ ঢাক- সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর চেকপোস্ট বসিয়ে ভৈরব দিক হইতে একটি কালো রঙ্গের ডিআই পিকআপ গাড়ি চেকপোষ্ট এর কাছাকাছি আসিয়া উপস্থিতি টের পেয়ে ঘুরিয়ে ভৈরব অভিমুখে পালানোর চেষ্টা কালে সঙ্গীও অফিসার ফোর্সের সহায়তায় পিকআপ গাড়ি আটক করেন এবং ধৃত আসামি ১। শফিকুল ইসলাম (৩৫) পিতা- আবু তাহের সাং-সুয়াবই, থানা মাধবপুর জেলা হবিগঞ্জ ২।মশিউর আলম (২২) পিতা -শাহানুর রহমান সাং - গন্ধবপুর, থানা -মাধবপুর, জেলা -হবিগঞ্জ কে ১২০ কেজি গাঁজা, ১৩০ বোতল ফেনসিডিল এবং পিক-আপ সহ আটক করেন।
উদ্ধার কৃত আলামত: ১ টি পিক-আপ,১২০ কেজি গাঁজা,১৩০ বোতল ফেনসিডিল। যাহার আনুমানিক বাজার
মূল্য ৪০,৯০,০০০( চল্লিশ লক্ষ নব্বই হাজার)টাকা।
এখানে উল্লেখ্য যে,পিক-আপের উপরের অংশে মুরগির খাদ্য ছিল যাহার নিচে উপরোক্ত আলামত রক্ষিত ছিল।
অদ্য সোমবার ১০ মার্চ ১.৩০ মিনিটে নরসিংদির জেলার গর্বিত পুলিশ সুপার আব্দুল হান্নান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তার নিজ কার্যালয়ে উপস্হিত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স
মিডিয়ার গণমাধ্যম কর্মিদের নিকট এই তথ্য নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.