কেন্দুয়া থেকে সমরেন্দ্র বিশ্ব শর্মা :
নেত্রকোনা জেলা বি এন পির যুগ্ম আহবায়ক জনাব বজলুল খান বাঠানের কন্যা এবং কেন্দুয়া উপজেলা বি এন পির সাবেক সভাপতি ও চিরাং ইউ পি চেয়ারম্যান এডভোকেট নাজমুল হক ভুঞা কচিসাহেবের ছোটভাইয়ের বিযে উপলক্ষে কেন্দ্রীয়,জেলা,উপজেলা, ইউনিয়ন ও পৌর নেতৃবৃন্দের এক মিলনমেলা বসেছিল নেত্রকোনায়।
শনিবার বিকেলে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা রোটারিয়ান এম নাজমুল হাসান বি এন পি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু, কেন্দ্রীয় বি এনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল, নেত্রকোনা জেলা বি এন পির সাবেক সভাপতি সাবেক এমপি আশরাফ উদ্দিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
তারা একে অপরের কুশলাদি জিজ্ঞেস সহ সমসাময়িক রাজনীতির বিষয়েও গুরুত্বপূর্ন মতামত ব্যাক্ত করেন।
সেইসাথে নবদম্পত্তির কল্যান কামনা করেন তারা।