মোঃ আজিজুল হক
স্টাফ রিপোর্টার, দৈনিক জনতার দেশ।
আওয়ামী লীগের নেতা আছেন সন্দেহে রাজধানীর গুলশানে একটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে গুলশান-২ এর ৪১ নম্বর সড়কের ৭/১ বাড়িটি ঘেরাও করেন প্রায় দেড়শ ছাত্র-জনতা। তারা বাভাংচুরড়ির মূল ফটক ভাঙার পরপরই সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
জানা গেছে, বাড়িটি খুলনা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ড. মাহবুবুল ইসলামের। ঘটনার সময়ে তিনি খুলনায় অবস্থান করছিলেন।
ড. মাহবুবুল জানান, এক বছর ধরে তিনি খুলনায় আছেন। গুলশানের বাড়িটি ভাড়া দিয়েছেন। রাতে তিনি খবর পেয়েছেন, তাঁর বাড়িতে হামলা হয়েছে। কে বা কারা এটা করেছে, তা তিনি জানেন না। তবে মাহবুবুল জানতে পেরেছেন, রাত ১০টার দিকে একদল লোক বাড়ির সামনে জড়ো হয়ে ছয় নিরাপত্তা কর্মীকে মারধর করে বের করে দেয়। এর মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর। এরপর তারা মূল ফটকসহ বাসার কাচ ভাঙচুর শুরু করে। এ সময় বাসার ব্যবস্থাপক পুলিশকে ফোন দিলে তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
গুলশান থানার এসআই আব্দুস সালাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে একদল পুলিশ পৌঁছে যায়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।