হুমায়ুন কবির জুসেল
গাংনী,মেহেরপুর প্রতি নিধি
আজ মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গনহত্যাকারী শেখ হাসিনা ও তার দোষরদের বিচার এবং দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে ইউনিয়ন ছাত্রদলের এ বিক্ষোভ মিছিল শুরু হয়। বামন্দী ইউনিয়ন ছাএদলের সভাপতি রেজানুর রহমান রাজন ও সাধারণ সম্পাদক সাইদ হোসেন বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসেন সহ বামন্দী ইউনিয়ন ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বামন্দী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.