হুমায়ুন কবির জুসেল ( গাংনী,মেহেরপুর প্রতিনিধি)
বামন্দীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের বিশেষ অভিযান
গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের বামন্দী বাজারের বাদল ট্রেডার্স কে ৩ হাজার টাকা জরিমানা করেছে মেহেরপুরের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিশেষ টাস্কফোর্স। আজ সোমবার এ অভিযান চালানো হয়। সেই সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করে দেওয়া হয়।
মেহেরপুরের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ টাস্কফোর্স সুত্রে জানা গেছে, এনডিসি সাজেদুল ইসলামের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স টিম বামন্দী বাজারের বাদল ট্রেডার্সে অভিযান চালায়। এ সময় সেখানে মূল্য তালিকা না থাকায় পণ্য নিয়ন্ত্রণ আইনে ১৯৫৬ ৬/১ধারায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। সাথে সাথে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না থাকায় তাদেরকে সতর্ক করা হয়।
এই অভিযানে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের নেতা মুজাহিদুল ইসলাম।গাংনী ভেটেরিনারি সার্জন আরিফুল ইসলাম। এ অভিযানে সহায়তা করেন বাংলাদেশ সেনা বাহিনীর একটি টিম।