মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বাউফল প্রেসক্লাবে বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলয়নায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি হিসেবে নিবার্চিত মোঃ জলিলুর রহমান (আমার দেশ),সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে মোঃ জসিম উদ্দিন (মানবকণ্ঠ),যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে মোঃ মনিরুজ্জামান হিরোন (সকালের সময়)।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত ১০ জন। তারা হলেন,সহ:সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (প্রতিদিনের সংবাদ),কোষাধ্যক্ষ মোঃ ফারুক হোসেন( গণদাবী), দপ্তর সম্পাদক পিয়াল হাসান (সময়ের কণ্ঠস্বর),নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম (ইনকিলাব),উত্তম কুমার (বিজয় টিভি),মু: মনজুর মোর্শেদ (নিউ নেশন),কার্যনির্বাহী পদে মোঃ কামরুজ্জামন বাচ্চু (জনকন্ঠ),এবিএম মিজানুর রহমান (প্রথম আলো),কামরুল হাসান (যায়যায় দিন)। প্রেসক্লাবে মোট ৪৪জন সদস্য ভোটার ছিলেন।
সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টায় শেষ হলে ভোট গননার পর বাউফল প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রতীক কুমার কুন্ডু নির্বাচনী ফলাফল ঘোষনা করেন।###
তারিখ-৩০/১২/২০২৪ইং
মো.আরিফুল ইসলাম
বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি
০১৭২১৩২৯৬০১।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.