বাউফলে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে মারধর। আহত ৩
বাউফল প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে হাঁসে ধান খাওয়াকে (তুচ্ছ ঘটনা) কেন্দ্র করে মারধরের অভিযোগ।
২৮নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে চড় কালাইয়া সিকদার বাড়ির অদুরে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাসুদ শরিফের ক্ষেতের ধান আছিয়া খাতুনের হাঁসে খেয়ে ফেলে। ধান ক্ষেতের ওই অবস্থা দেখে মাসুদ শরিফ এসে গালিগালাজ করেন। গালিগালাজ শুনে আছিয়া প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আছিয়াকে এলোপাতাড়ি পেটাতে শুরু করেন। আছিয়ার ডাক চিৎকাার শুনে তার ছোট ছেলে দিপু ও বড় ছেলের স্ত্রী খাদিজা ছুটে আসলে তাদেরকেও মারধর শুরু করেন। এক পর্যায়ে আছিয়ার মাথায় লাঠির আঘাত লাগে এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। এদিকে খবর পেয়ে মাসুদ শরিফের স্ত্রী ও তার ছোট ভাই লাঠিসোটা নিয়ে ছুটে এসে তাদের উপর হামলা চালায়। এমনকি মাসুদের স্ত্রী দিপুর বুকের পাজোরে কামরের দাগ বসিয়ে দেয়।
এরপর স্থানীয় লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদ শরিফ বলেন, আমি তদেরকে মারধর করনি। তাদের হাঁসে আমার ধান খেয়ে ফেলেছে এ জন্য আমি একটু বকাবকি করেছি। তাই আমাকে তারা সবাই মিলে মারধর করেছে। আর আমাকে লাঠি দিয়ে আঘাত করতে গেলে সেই আঘাত তার মায়ের মাথায় লাগে এবং সেই জন্য তার মাথা ফেটে যায়।
এ ব্যাপারে বাউফল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।###