মো.আরিফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে নির্মাণাধীন ভবনের কাজের অনিয়মের তথ্য ও বাস্তব চিত্র সংগ্রহে গেলে পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ন সাধারণ মম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি সিদ্দিকুর রহমানকে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ গেটে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাউফলে কর্মরত সকল সাংবাদিগন উপস্থিত থেকে প্রতিবাদ জানান।
এতে বক্তব্য রাখেন বাউফল রিপোর্টার্স ইউনিরি সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের বাউফল প্রতিনিধি জিএম মশিউর রহমান মিলন, বাউফল প্রেসক্লাবের সভাপিতি ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. জলিলুর রহমান, সাধারণ সম্পাদক ও মানবকন্ঠের প্রতিনিধি মো জসিম উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাই টিভির প্রতিনিধি মো অহিদুজ্জামান ডিউক, সাবেক সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি তোফাজ্জেল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর প্রতিনিধি এবিএম মিজানুর রহমান, সাবেক সভাপতি বাবু অতুল চন্দ্র পাল,
এছাড়াও অন্যান্যের মধে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এম নাজিমউদ্দিন, এনটিভির উপজেলা প্রতিনিধি এইচ এম হান্নান, সবুজ সরকার, মো. মহসিন, আবুবক্কর মিল্টন, ফয়সাল মোল্লা, রাশিদুল ইসলাম ইজাজ, নুরুল আমিন আজাদি, শফিকুল ইসলাম মিঠু, আবু রায়হান, মো. সোহেল, মো হাফিজুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনতা।
এসময় বক্তারা বলেন, ৫আগস্টের পর দেশ বৈষম্য মুক্ত হয়েছে। কিন্তু সাংবাদ কর্মীরা এখন নিরাপদ নয়। একজন বিএনপি নেতার কাছে এধরনের আচারণ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। বিএনপি নামধারী ওই নেতার স্থায়ী বহিষ্কার ও আইনের আওতায় এনে বিচারের দাবিও জানান তারা
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.