মো. আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ৪টি অবৈধ ইটভাটা ভস্মীভূত করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার (৮ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এঅভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু'র নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাটাগুলো ভস্মীভূত করে দেয় এবং ফায়ার সার্ভিসের গাড়ি ব্যবহার করে পানি দিয়ে ইটভাটা ও কাঁচা ইট ভিজিয়ে বিনষ্ট করে দেয়া হয়।
অভিযানে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পিভিসি ব্রিকস, একই ইউনিয়নের গোপালীয়া এলাকার এসজিআর ব্রিকস, সততা ব্রিকস ও খানজাহান ব্রিকস নামের ইটভাটাগুলো ভস্মীভূত করে দেয়া হয়।
এর মধ্যে পিভিসি ব্রিকসের মালিক মনির হোসেনকে ১ লাখ,এসজিআর ব্রিকসের মালিক মো. সাগরকে ৫০ হাজার টাকা জড়িমানা করা হয়।
এছাড়াও সততা ব্রিকসের মালিককে ১লাখ টাকা জড়িমানা করা হয়। এ জড়িমানার টাকা পরিশোধের জন্য তাকে বিকাল ৪ট পর্যন্ত সময় বেঁধে দেয় ভ্রাম্যমান আদালত। নির্ধারিত সময়ের মধ্যে জড়িমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তিন মাসের কারাদন্ডে দন্ডিত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, বাউফল ভূমি অফিসের সার্ভেয়ার কামরুল হাসান।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু বলেন, এসব ব্রিকফিল্টের অনুমোদিত কোন লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এ কারণে ব্রিকফিল্ডগুলো ভস্মীভূত করে দেয়া হয়েছে।###
তারিখ-০৮.০৩.২৫ইং
মো.আরিফুল ইসলাম
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
০১৭২১৩২৯৬০১।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.