মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:
পটুয়াখালী বাউফলে বিস্ফোরক মামলায় (অপারেশন ডেভিল হান্ট) দ্বিতীয় দিনে আরও ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১০ফেব্রুয়ারী সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ১১নং দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের মনজু দালাল এর ছেলে মো. আবু তাহের(২৭),বাউফল সদর ইউনিয়নের হোসনাবাদ গ্রামের জয়নাল আবেদীন খাঁন এর ছেলে মো.জাহাঙ্গীর হোসেন খান(৩৫),এবং দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর তাফালবাড়িয়া গ্রামের লুৎফর রহমান তালুকদার এর ছেলে আবু জাফর তালুকদার(২৯)। আটককৃতরা সকলেই আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান,২০২৫ সালের জানুয়ারি মাসের ১৩ তারিখে বাউফল থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় (মামলা নং-০৯) তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.