মো.আরিফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বন্দরের ব্যবাসায়ী সমিতি ও এলাকা বাসীর উদ্যোগে পুলিশ ফাঁড়ি পূনঃস্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমাবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কালিশুরী বন্দরে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বাজার কমিটির সভাপতি ফয়সার মোল্লা'র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক দলিল উদ্দিন ওরফে ধলু মোল্লা, ব্যবসায়ী ফিরোজ, ছিদ্দিকুর রহমান ও দুলাল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত ১৫ মার্চ উপজেলার কালিশুরী বাজারের এনায়েত তালুকদার নামের এক ব্যবসায়ীর মোবাইল শপের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ১২৮টির অধিক মোবাইল ফোন ও নগদ ২লাখ ৭১ হাজার টাকা নিয়ে যায় ডাকাত দল। যা সিসি ক্যামারার ফুটেজে ডাকাতদের ছবি স্পষ্ট দেখা গেছে। এব্যাপারে থানায় অভিযোগ দিলেও অদ্যবধি ডাকাতদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ধলু মোল্লা বলেন,যখন পুলিশ ফাঁড়ি ছিল তখন এইভাবে চুরি ডাকাতি হয়নি। এখন পুলিশ ফাঁড়ি না থাকায় কালিশুরীতে চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম বেড়ে গেছে। ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা বানিজ্য করতে পারে এবং কালিশুরী ইউনিয়নের জনগণের নিরাপত্তা রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পুলিশ ফাঁড়ি পূনঃস্থাপনের দাবি জানান।
উল্লেখ্য, উপজেলার কালিশুরী এলাকায় চুরি ডাকাতি বেড়ে যাওয়ায় ১৯৯৬ সালে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছিলো। সেই থেকে ২০২৪ সালের ৫ আগষ্টের পূর্ব মুহুর্ত পর্যন্ত পুলিশ ফাঁড়িটি ছিল। অজানা কারণে ৫ আগষ্টের ২/৩ মাস আগে ফাঁড়িটি প্রত্যাহার করে নেয় পুলিশ। এতে এলাকায় বিপাকে পড়েন সাধারন জনগণ ও বাজারের বিভিন্ন শ্রেনীর ব্যবসায়ীরা।
তারিখ-১৭/০৩/২৫
মো.আরিফুল ইসলাম
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
০১৭২১৩২৯৬০১।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.