মো.আরিফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে পবিত্র মাহেরমজানের আগমন উপলক্ষে স্বাগত র্যালী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের নেতা কর্মীরা।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদ জামে মসজিদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাউফল পাবলিক মাঠে এসে পথসভা করেন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. মো. ইসাহাক, উপজলো জামায়াতের সাধারণ সম্পাদক প্রভাষক খালিদ প্রমুখ।
অন্যদিকে র্যালী করেছে খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার নেতাকর্মীরা। একই সময় বাউফল শাহী মসজিদ থেকে একটি র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে এক সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সভাপতি মাও. মহিবুল্লাহ, মাও. আইয়ুব বিন মুসা, হাফেজ মাও. আনিচুর রহমান, মাওঃ নূরুল আমিন আজাদী প্রমূখ।
বক্তারা রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ ও পানাহার বন্ধ রাখার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.