মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে একটি বসত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই সময় সবাই মিলে আগুন নিভাতে গেলে অপর একটি ঘরের নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার সময় ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার সুর্যমনি ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামে গভীর রাতে বশার গাজীর বসত ঘরের পিছনের অংশে আগুন দেখা যয়। ডাকচিৎকার শুনে বাড়ির অন্যান্য ঘরের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।
ওই সময় দুর্বৃত্তরা নাজমা বেগমের অনুপস্থিতে তার ঘরে প্রবেশ করে আলমীরা ভেঙ্গে নগদ অর্থ সহ ২০ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বশার গাজী জানান, প্রতিবেশী জসিম সিকদার ও তার স্বজনরা এই ঘটনা ঘটিয়েছে। তাদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। আমার ভাইয়ের ছেলে মেয়েরা বিদেশ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে আসে তা লুট করার জন্যই আমার ঘরে পরিকল্পিত ভাবে আগুন দেয়।
তবে অভিযোগ অস্বীকার করে হানিফ সিকদার জানান, এই ঘটনায় তারা জড়িত না। তার সন্তানরা ঢাকা চট্টগ্রামে থাকেন। আমাদেরকে সামাজিকভাবে হেও করতে অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে বশার গাজী জানান, স্থানীয়ভাবে আপোষ না হলে পুলিশের কাছে অভিযোগ দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.