মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি :
ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, নির্বাচনে শান্তি ও পরোকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পটুয়াখালীর বাউফলে গণসমাবেশের আয়োজন করা হয়েছে।
আজ বুধবার (৬ নভেম্বর) বিকাল চারটার দিকে স্থানীয় পাবলিক মাঠে এ সমাবেশের অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওঃ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওঃ মুহা: সিরাজুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
এসময় স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।###