শিরোনাম :
কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত ৬ লেন সড়কের দাবীতে মানববন্ধন। নরসিংদির বাবুর হাটে ব্যবসায়ী অরুন দেবনাথ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন নরসিংদী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৫ এর ২য় দিনের কার্যক্রম সম্পন্ন নরসিংদী ডায়বেটিক হাসপাতাল সমিতির নির্বাচন ২০২৫ নির্বাচনে বিজয়ী হলেন যারা। _________________________ গৌরিপুরে ( ময়মনসিংহ) ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় গৌরিপুরে মাদক সহ শ্বশুর- জামাই গ্রেফতার জটিল রোগে আক্রান্ত শাম্মী বাঁচাতে চায় ম্যাজিস্ট্রেট সাজ্জাদের অত্যাচারে অতিষ্ঠ নরসিংদী ডিসি অফিসের কর্মচারীগণ সমন্বয়ক পরিচয়ে ব্যাপক চাঁদাবাজি, কে এই রফিকুল ইসলাম রিফাত ওরফে ট্যারা রিফাত? তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ফেঁসে যেতে পারেন আড়াইহাজার থানার ওসি মো: এনায়েত হোসেন
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

বাউফলে ইউপি চেয়ারম্যান এসএম মহসিনের বিরুদ্ধে মানববন্ধন 

Reporter Name / ১২৪ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মহসিনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন উপজেলা বিএনপির নেতা-নেত্রী ও নাজিরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

 

আাজ রোববার (১লা ডিসেম্বর) সকাল ১০ ঘটিকার সময় নাজিরপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

পৌর বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক হাজী মো. পলাশের সভাপতিত্বে, মানববন্ধনে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য রুবেল তালুকদার, সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো.মুজাহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও বিএনপির ওয়ার্ড সভাপতি ওমর ফারুক প্রমূখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, মহসিন একজন দেশদ্রোহী, সন্ত্রাসী মাফিয়া, খুনি হাসিনার অনুগত হুকুম পালনকারী, সন্ত্রাসী গডফাদার,নারী কেলেঙ্কারি,গোপনে মাদক ব্যাবসায়ী, ছাত্র আন্দোলনের ছাত্রদের খুন ও নৈরাজ্য সৃষ্টিকারী।

 

বক্তারা আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে হবেনা এবং নাজিরপুর ইউনিয়নেও হতে দেয়া যাবেনা। নৈরাজ্য সৃষ্টিকারী মহসিন নাজিরপুর ইউনিয়নের পরিবেশটাকে দূষিত করার চেষ্টা করেন এবং বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত থেকে সাধারণ মানুষকে হয়রানি করছেন। ৫আগষ্টের পর থেকে নাজিরপুরের পরিবেশ অনেক শান্ত ছিল। কিন্তু ওই খুনি হাসিনার দালাল এসে নাজিরপুরের শান্তিকে বিনষ্ট করার পায়তারা করছে।

 

উল্লেখ্য গত, ২৬ নভেম্বর কেবা কাহারা রাতের আঁধারে মহসিনের বাড়িতে হামলা করেন। এর প্রতিবাদে পরের দিন তার বাড়ির সামনে এলাকার লোকজন নিয়ে মানববন্ধন করেন। আর সেই মানববন্ধনে উদ্দেশ্য প্রনোদিত বক্তব্যে যাদেরকে দোষী সাব্যস্ত করেন তারা অনেকেই বাউফলের বাহিরে ছিলো। আমরা ওই মিথ্য মানববন্ধনের নিন্দা ও প্রতিবাদ জানাই।###

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category