মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে ২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটরিয়াম হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) প্রতিক কুমার কুন্ড সহকারী কমিশনার (ভূমি) এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেনা কর্মকর্তা ক্যাম্প কমান্ড মো. নাজমুল সাকিব, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা এবং কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস প্রমুখ।
এছারাও উপস্থিত ছিলেন শহিদ পরিবারের সদস্যবৃন্দ, ছাত্র অন্দোলনে আহত সদস্যবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের ফলে খুনি হাসিনা পালিয়েছে ঠিকই কিন্তু তার দোসররা এখনও দেশে রয়ে গেছে। তারা বারবার বিভিন্ন রূপে ফিরে আসতে চেষ্টা অব্যাহত রেখেছেন। সম্প্রতি হিন্দু-মুসলিম দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে ইস্কন নামক সংগঠনের মাধ্যমে দেশ অস্থিতিশীল করতে চেষ্টা চালিয়েছেন। দেশবাসী তাদের সকল চালাকি বুঝে গেছে। সকলকে সতর্কতার সাথে দেশের সকল পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান বক্তারা। স্বজন হারাদের সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন উপজেলা প্রশাসন। এসময় শহীদ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পরেন। পুরো অডিটোরিয়াম জুড়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
পরিশেষে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.