মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ৪টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বন্ধ করে দেয়ার ২৪ ঘন্টা না যেতেই ফের চালু করে কতৃপক্ষ।
গত ৮মার্চ ওই সকল ইটভাটায় অভিযান পরিচালনা করে বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড।
আজ শুক্রবার সরজমিনে গিয়ে দেখাগেছে ৩টি প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে যথা নিয়মে আগের মত। অপর একটি প্রতিষ্ঠানে ধোঁয়া উঠতেছে কিন্তু কোন লোকজন পাওয়া যায়নি। সংবাদ সংগ্রহের জন্য গেলে স্থানীয় এক সংবাদকর্মীকে লাঞ্চিত করেন পিভিসি ব্রিকসের মালিক মনির হোসেন(৪৮)।
সরজমিনে গিয়ে দেখাগেছে, উপজেলার কাছিপাড়া ইউনিয়নে কোন ধরনের লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ঘনবসতিপূর্ন এলাকায় চারটি ইটভাটা পরিচালনা করে আসছিলেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।
গত ৮মার্চ উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পিভিসি ব্রিকস, একই ইউনিয়নের গোপালীয়া এলাকার এসজিআর ব্রিকস, সততা ব্রিকস ও খানজাহান ব্রিকস নামে ৪টি ইটভাটার ড্রাম-চিমনি গুড়িয়ে দিয়ে বন্ধের নির্দেশ দেন প্রশাসন।
একই সাথে পিভিসি ব্রিকসের মালিক মনির হোসেন ও সততা ব্রিকসের মালিককে এক লাখ করে, এসজিআর ব্রিকসের মালিক মো. সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। অপর একজনকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
কিন্তু প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ নির্বাহী মেজিষ্ট্রেটের আদেশ অমান্য ও জেল জরিমানা উপেক্ষা করে পরের দিন থেকে চালু রেখে কাজ চালিয়ে যাচ্ছেন আগের মতই।
স্থানীয় রেহেনা বেগম বলেন, ব্রিকফিল্ড মালিক মনির অবৈধভাবে নদীর তীর থেকে মাটি কেটে নিয়ে যায়। যার কারণে নদী ভাঙনের তীব্রতা আরও বেড়ে গেছে। অনেক বাড়ি ঘর ইতিমধ্যে বিলিন হয়ে গেছে। অনেকে বাড়ি-ঘর ছেরে চলে গেছেন। ঝুকিতে রয়েছেন তার(রেহেনার) বসতভিটা।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড বলেন, আমারা জেনেছি ভাটাগুলো পুনরায় সচল হয়েছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরকে জানাবো। পুনরায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.