শাহ আলী তৌফিক রিপন
কেন্দুয়া,নেত্রকোনা।
বাংলাদেশের মোটরসাইকেল বাজারে নতুন এক সংযোজন - রয়েল এনফিল্ড। উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল দিয়ে এই ব্র্যান্ড দ্রুত আলোচিত হয়ে উঠেছে। দেশীয় প্রতিষ্ঠান ইফাদ মটরস লিমিটেড এখন রয়েল এনফিল্ডের এই বাইকগুলোর উৎপাদন ও বাজারজাত করছে, যা নিয়ে তরুণদের মাঝে উন্মাদনার যেন শেষ নেই।
রয়েল এনফিল্ডের যাত্রা শুরু হয় ১৯৩১ সালে ব্রিটেনে। ব্রিটিশ এই ব্র্যান্ডটি তখন ঘাস কাটার যন্ত্র এবং বন্দুকও তৈরি করত। তবে পরবর্তী সময়ে রয়েল এনফিল্ড তার উচ্চমানের মোটরসাইকেলগুলোর জন্য জনপ্রিয়তা অর্জন করে। সবচেয়ে জনপ্রিয় মডেল ‘বুলেট ৩৫০’ বাজারে আসে ১৯৩১ সালে। এরপর ১৯৫১ সালে ভারতে প্রবেশ করে এবং ১৯৫৫ সাল থেকে ভারতীয় সেনাবাহিনীতে সরবরাহ শুরু করে।
ভারতে রয়েল এনফিল্ডের মাদ্রাজ মোটরস অব ইন্ডিয়া কোম্পানির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে উৎপাদন চালু হয়। ১৯৬৭ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলেও ভারতে উৎপাদন চালু থাকে এবং ১৯৯৯ সাল থেকে রয়েল এনফিল্ড ব্র্যান্ডটি পুনরায় উত্থিত হয়। বর্তমানে ভারতে তৈরি এই বাইক বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে, এমনকি ব্রিটেনেও।
বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েল এনফিল্ডের প্রতিটি বুলেটের ট্যাঙ্কে হাতে আঁকা সংস্থার নাম বিশেষ আকর্ষণীয়। ভারতীয় একটি পরিবার প্রজন্ম ধরে এই ঐতিহ্য ধরে রেখেছে, যা রয়েল এনফিল্ডের ঐতিহাসিক ও শৈল্পিক সৌন্দর্যকে প্রতিফলিত করে।
বাংলাদেশের তরুণদের জন্য রয়েল এনফিল্ড একটি আকর্ষণীয় সংযোজন হয়ে উঠেছে। ইফাদ মটরস লিমিটেডের মাধ্যমে এই বাইকগুলি সহজলভ্য হওয়ায়, মোটরসাইকেলপ্রেমীদের মাঝে কৌতুহল এবং উৎসাহ দ্বিগুণ বেড়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.