স্টাফ রিপোর্টার( দৈনিক জনতার দেশ)
সানজিদা ১৩ নামের এক শিক্ষার্থী অপহরণ হয়েছে বলে
সামাজিক যোগাযোগমাধ্যম পেইজবুকে এমন বিজ্ঞপ্তি ভেসে আসে মুহুর্তে তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়।
প্রিন্স জাফর নামক পেইজবুক একাউন্ট থেকে এমনটি দাবি করেন পোস্ট দাতা।
সম্পর্কে মেয়ে তার ছোট বোন। পোস্টে তিনি উল্লেখ করেন,আমার ছোট বোন সানজিদা বয়স ১৩ বছর, গত ১৩ই ফেব্রুয়ারি দুপুর ১২টায় স্কুলে পড়াশোনা করতে যায়।কিন্তু দুঃখজনকভাবে, সে আর বাড়ি ফিরে আসেনি।
আমরা আশঙ্কা করছি, তাকে অপহরণ করা হয়েছে।
ঘটনার রহস্য জানতে মেয়ের পরিবারের সাথে কথা বললে মেয়ের মা মায়মুনা বেগম জানান, তার মেয়েকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে উত্তপ্ত করতো চরফ্যাসন টিবি স্কুলের এসএসসি ২৫ ব্যাচের শিক্ষার্থী মাহিম(১৪)।
ছেলের বাবাকে একাধিক বার জানালে ও কোনো ব্যবস্থা নেন নি ছেলের পরিবার।
পোস্টের ১ দিন পরই পোস্ট তুলে নেন পোস্টদাতা এবিষয়ে জানতে চাইলে তিনি কিছু বলতে রাজি হয়নি।
সানজিদা ও মাহিমের বন্ধুদের বরাতে জানাযায় তারা গতকাল বিয়ে করেন।