প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি
তারিখ: ১৯ অক্টোবর ২০২৪
প্রতি,
সম্পাদক,
দৈনিক জনতার দেশ
বিষয়: “কে এই সাবেক বিডিআর সদস্য আশরাফুল হক (টিপু)” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
মহোদয়,
গত ১৮ অক্টোবর ২০২৪ তারিখে আপনার পত্রিকার অনলাইন পোর্টালে “কে এই সাবেক বিডিআর সদস্য আশরাফুল হক (টিপু)” শিরোনামে একটি সংবাদ আমার নজরে এসেছে। ময়মনসিংহ ব্যুরোর প্রতিবেদক জনৈক রাজু আহমেদ আমাকে উদ্দেশ্য করে যে সংবাদটি প্রকাশ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের বানোয়াট সংবাদ প্রকাশের মাধ্যমে আমার ব্যক্তিগত ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করার অপপ্রয়াস চালানো হয়েছে।
প্রথমত, চাকুরী হারানো এবং চাকুরী থেকে অবসর নেওয়ার মধ্যে পার্থক্য প্রতিবেদকের অনুধাবন থাকা উচিত। আমি সম্মানজনকভাবে চাকুরী থেকে অবসর গ্রহণ করেছি এবং আমার পেনশনের সকল প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আমার পেনশন প্রক্রিয়া পুন:তদন্ত করা হবে, কিন্তু এ বিষয়ে আমি কোনো দাপ্তরিক চিঠি পাইনি। যদি তা হয়ে থাকে, তবে তা সম্পূর্ণ মিথ্যাচার।
দ্বিতীয়ত, প্রতিবেদনে আমার ডিগ্রি পরীক্ষায় বহিষ্কৃত হওয়ার যে অভিযোগ আনা হয়েছে, সেটাও ভিত্তিহীন।
তৃতীয়ত, একটি সাধারণ মফস্বল বাজারের ২ শতাংশ জমির উপর নির্মিত ১২ ফিট প্রশস্ত একতলা দোকান ঘরকে “বাণিজ্যিক ভবন” বলে সংবাদে উল্লেখ করা হয়েছে, যা অতিরঞ্জিত। যদি এ ধরনের ছোট দোকানকেও বাণিজ্যিক ভবন বলা হয়, তাহলে এদেশে বাণিজ্যিক ভবনের কোন শেষ থাকবে না।
প্রতিবেদনের শেষে যে বক্তব্য আমার নামে প্রকাশিত হয়েছে, সেটাও ভিত্তিহীন। আমি প্রতিবেদকের সাথে এই বিষয়ে কোনো ধরনের কথা বলিনি। তিনি নিজস্ব কল্পনার ভিত্তিতে এই তথ্য প্রকাশ করেছেন।
তাছাড়া, প্রতিবেদনে আমার সম্পদের যে উল্লেখ করা হয়েছে, তাতে মিথ্যা সংখ্যা ও বিবৃতি ব্যবহার করা হয়েছে। ১০ লাখের পরিবর্তে ৫০ লাখ টাকার কথা বলা হয়েছে। এছাড়া, একতলা ফাউন্ডেশন দেয়া বাড়িকে ৫ তলা বলে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা বাস্তবের সাথে সম্পূর্ণ বেমানান।
আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার সকল সম্পদ বৈধ এবং সেগুলোর জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে। আমি দেশের আইন মেনে সকল সম্পদ অর্জন করেছি। এসি ল্যান্ড অফিস থেকে আমাকে বিতর্কিত জমির একটি অংশের মালিকানা দেয়া হলেও, বাকিটুকু আমি বৈধভাবে ক্রয় করে নিয়েছি এবং কোনো বিরোধ নেই। স্কুল প্রতিষ্ঠার পর ইচ্ছাকৃতভাবে কিছু লোক বিরোধ সৃষ্টি করছে, যা সম্পূর্ণভাবে তাদের পারিবারিক বিরোধ। যদি তারা আদালত থেকে বৈধ কাগজপত্র আনতে সক্ষম হয়, আমি অবশ্যই জমি ছেড়ে দেবো।
অতএব, আমি দৃঢ়ভাবে এই সংবাদটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি যে, আপনার পোর্টাল থেকে এই মিথ্যা, বানোয়াট এবং অতিরঞ্জিত সংবাদটি অবিলম্বে ডিলিট করা হোক।
ধন্যবাদান্তে,
আশরাফুল হক (টিপু)
সাবেক বিডিআর সদস্য
ময়মনসিংহ