পায়রা বন্দরের অধিগ্রহকৃত অব্যবহৃত কৃষি জমি স্ব-স্ব মালিকদের চাষাবাদ করার দাবিতে মানববন্ধন
ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর পায়রা বন্দরের অধিগ্রহকৃত অব্যবহৃত কৃষি জমি ইজারা না দিয়ে স্ব-স্ব মালিকদের চাষাবাদ করার সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, কৃষক জসিম উদ্দিন মৃধা, মজিবর প্যাদা, ইব্রাহিম সাউগার ও সজল বিশ্বাস সহ স্থানীয়রা বাসিন্দারা।
বক্তারা বলেন, পায়রা বন্দরের অধিগ্রহনকৃত জমির মূল্য এখনও অনেক ক্ষতিগ্রস্থ মালিকরা বুঝে পায়নি। অধিগ্রহনকৃত এসব জমি চাষাবাদ করেই চলছে তাদের সংসার। তার উপর এসব জমি ক্ষতিগ্রস্থদের কাছে ইজারা না দিয়ে বাহিরের লোকজনের কাছে ইজারা দেয়ার পায়তারা চালায় বন্দর কর্তৃপক্ষ। তাই তাদের দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারি দেন।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.