নেত্রকোনায় যৌথ অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার
রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;
নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে ৩৫ লিটার (১৬ বোতল) দেশি মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
আজ (২২ অক্টোবর) মঙ্গলবার দুপুরের সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. জিসানুল হায়দার এসব তথ্য নিশ্চিত করেন।
অভিযানে আটককৃতরা হলো- পৌর শহরের চকপাড়া হরিজনপল্লীর রতন বাশপরের স্ত্রী আরতি বাশপর (৪৫) এবং একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে সাজু মিয়া (৪৫)।
সেনাবাহিনী জানানো তথ্যমতে, ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ নেত্রকোনা পৌর শহরের চকপাড়া এলাকার সু্ইপার কলোনি এলাকায় অবৈধ মাদক কারবারের তথ্য পায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের অধীন নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনী আরো জানায়, এ অভিযান দেশি মদ ও মদ তৈরির সরঞ্জাম এবং নারীসহ দু'জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়য়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
রিপন কান্তি গুণ
২২/১০/২০২৪
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.