নেত্রকোনায় নাশকতা মামলার আসামী গ্রেপ্তার
রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;
নেত্রকোনার বারহাট্টায় বিএনপি'র মঞ্চ ভাংচুর, মঞ্চে আগুন জ্বালানো ও ককটেল নিক্ষেপসহ নাশকতার মামলার আসামি তাহের মিয়া (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বারহাট্টা থানা পুলিশ।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
উপজেলা সদরের বৃকালিকা গ্রামের একটি চায়ের দোকান থেকে গতকাল (২০ অক্টোবর) রবিবার রাতে তাকে আটক করা হয়। আটক হওয়া তাহের মিয়া বিক্রমশ্রী গ্রামের হালাল মিয়ার ছেলে।
মামলার তথ্য সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বিএনপি'র সন্মেলনে মঞ্চ ভাংচুর, মঞ্চে আগুন জ্বালানো, নেতাকর্মীদের মারপিট ও ককটেল নিক্ষেপের অভিযোগ এনে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর গোপালপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে আনোয়ার (২৮) বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন। এই মামলার এজাহার ভুক্ত আসামী তাহের মিয়াকে গত রাতে আটক করা হয়েছে।
আটককৃত তাহের মিয়ার ছোট ভাই ফক্কুল মিয়া মিয়া বলেন, আমি বারহাট্টা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কৃষক দলের সহ সভাপতি। কবে আমার ভাই নেতা হল? তা আমার জানা নেই। সে মানুষের বাড়িতে রোজের কাজ ও পোনা মাছ বিক্রি করে সংসার চালায়। তার বিরুদ্ধে এই মামলার বিষয়ে আমি কিছুই জানি না। আমার ভাইয়ের ৫৮ বছর বয়স হয়েছে। সে তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। চারজন ছেলে মেয়ে রেখে আমার ভাই জেলে যাচ্ছে। এখন তার পরিবার কিভাবে চালাবে?
বিক্রমশ্রী গ্রামের রব্বাস মিয়া বলেন, তাহের মিয়া একজন দিনমজুর। মাঝেমধ্যে সে পোনা মাছের ব্যবসা করে। আমার জানা মতে আওয়ামী লীগ বা বিএনপি দলের কোথাও তার কোন নাম নেই।
বারহাট্টা উপজেলা শাখার বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী বলেন, তাহের মিয়া দলের দায়িত্ব আছে কি না তা আমার জানা নেই। তবে, বিগত দিনে সে আওয়ামী লীগ দলের প্রভাব খাটিয়ে চলতো।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, তাহের মিয়া মামলার একজন এজাহার ভুক্ত আসমী। আইনী প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
রিপন কান্তি গুণ
২১/১০/২০২৪
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2024 Daily Janotar Desh. All rights reserved.