শাহ আলী তৌফিক রিপন
স্টাফ রিপোর্টার
নেত্রকোনা সদর উপজেলায় ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ছিনতাইয়ের চেষ্টার সময় দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। রবিবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে নেত্রকোনা সদর সেনা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত দুই ব্যক্তি হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ গ্রামের আল মামুন (৪৪) এবং একই উপজেলার চরপাড়া গ্রামের খাইরুল ইসলাম (৪২)।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার রাতে নেত্রকোনা সদর ক্যাম্পের সেনাসদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত পৌনে ১১টার দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহন বাসটি হামিদপুর বাজার এলাকায় থামিয়ে ছিনতাইকারীরা যাত্রীদের তল্লাশি শুরু করে। সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। তবে সেনাবাহিনীর তৎপরতায় দুইজনকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়, যেগুলোর বৈধতা নিয়ে সন্দেহ রয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ছিনতাইকারীদের আটক করার পর ওই এলাকার নিরাপত্তা আরও জোরদার করতে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। আটককৃত দুইজনকে এবং জব্দকৃত মোটরসাইকেল নেত্রকোনা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.