রায়পুরা প্রতিনিধি ( দৈনিক জনতার দেশ)
নরসিংদীর রায়পুরায় তারাবি নামাজ চলাকালে নিজ পুত্র সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মা শিরীন বেগমের বিরুদ্ধে ।
শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরে এ মর্মান্তিক ঘটনা ঘটে ।
নিহত শিশুর নাম আনাস মিয়া (৩) ।
সে ওই এলাকার সৌদি প্রবাসী ডালিম মিয়ার ছেলে ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু বক্কর ।
স্থানীয় সূত্র জানায়, পাঁচ বছর আগে একই উপজেলার দড়ি- হাইরমারা এলাকার শিরীন বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া ।
বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি ।
এরপর শিরিন তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন ।
শনিবার রাতে নিজ ঘরে আনাসকে কু"পি"য়ে হ"ত্যা'র পর পালিয়ে যান শিরিন বেগম ।
এ সময় পাশের কক্ষে তারাবি নামাজ আদায় করছিলেন শিশুটির দাদি ।
চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতির র"ক্তা"ক্ত ম"র"দেহ দেখতে পান ।
শিশুটির দাদি জানাতে পারেননি, কেন শিরীন নিজ সন্তানকে হত্যা করলেন ।
ঘটনার পর থেকে পুত্রবধূ সারারাত পালিয়ে থাকার পর ঘাতক
ঘাতক মাকে খোজে পেয়েছেন আমিরগঞ্জ রেলস্টেশন এর আউটার সিগনাল এর কাছে। সেখান থেকে অর্থাৎ আক্কেল শাহর মাজারের কাছ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ঘাতক মা চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্ম হত্যার জন্য সেখানে গিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.