মাহবুবুর রহমান খান:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এনজিও কর্মকর্তাকে গলা কেটে হত্যায় মো. হান্নান (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই মামলায় অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মো. হান্নান নারায়ণগঞ্জের সোনারগাঁ বারদী এলাকার শামসুদ্দিনের ছেলে। সেই সঙ্গে ভিকটিম মো. সাজেদুর রহমান ব্যুরো বাংলাদেশ এনজিওর সোনারগাঁয়ের বারদী শাখার প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন।
আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ২০২০ সালের ৭ সেপ্টেম্বর সোনারগাঁ থানার দায়ের করা একটি হত্যা মামলা একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে আরও দুইজনকে খালাস দেওয়া হয়েছে।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ব্যুরো বাংলাদেশ নামে এনজিওর মাঠ কর্মকর্তা সাজেদুর রহমান কিস্তির টাকা আদায় করার জন্য উপজেলার মিস্ত্রীপাড়া এলাকার সামসুদ্দিনের বাড়িতে গেলে সামসুদ্দিনের ছেলে হান্নানের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আব্দুল হান্নান ও তার সহযোগীরা এনজিওর কর্মকর্তা সাজেদুর রহমানকে ধরে ঘরে নিয়ে গলা কেটে করে হত্যা করে। এই ঘটনায় সোনারগাঁ থানায় তৎকালীন সোনারগাঁ বারদী এলাকার ব্রাঞ্চ ম্যানেজার বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত রায় ঘোষণা করেছেন।
প্রতিবেদক: সম্পাদক - প্রকাশক
দৈনিক জনতার দেশ।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.