গৌরিপুর থেকে-
আনোয়ার হোসেন শাহীনঃ
তাইয়েবা জামান রায়না। মা মাহমুদা আক্তার লিপি। বাবা এ কে এম কামরুজ্জামান স্বপন।জন্ম ২১ ডিসেম্বর ২০০৭ইং। বাড়ীওয়ালা পাড়া গৌরীপুর, ময়মনসিংহ। সে গৌরীপুর সংগীত অনিকেতন শিক্ষার্থী। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ তার। নাচের শিক্ষিকা কোহিনূর বেগমের কাছে হাতেকড়ি। পাশাপাশি ইমরানের কাছে শিখেছে । পরে ময়মনসিংহ শিল্পকলা নৃত্য শিল্পী মানস তালুকদার এর কাছ থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষালাভ করে, সেই সাথে ভারতের পণ্ডিত অসীম কুমার ভট্টাচার্য এর কাছে তালিম নেয় ।
নৃত্য শিল্পী রায়না গৌরীপু্র সংগীত নিকেতন,অ্যামিউজ শিল্পী গোষ্ঠী,বহুরুপী সাংস্কৃতিক একাডেমী,বিশ্ব বাংলা,বৃহত্তর মযমনসিংহের সাংস্কৃতিক ফোরাম, গৌরীপু্র সন্মেলিত সাংস্কৃতিক জোট,শিশু একাডেমী, থেকে পর্যায়ক্রমে উপজেলা, জেলা শিল্পকলা থেকে নাচের প্রতিযোগীতা জাতীয় শিশু পুরস্কার লাভ
করেছ।সে মনিপুরী, উচ্ছাঙ্গ সৃজনশীল,সমকালীন নাচের প্রতিযোগিতা করে থাকে।
রায়না বলে,আমি উচ্ছাঙ্গ ও কথক নাচ করতে সাচ্ছন্দবোধ করি। আমার স্বপ্ন বড় হয়ে আইনজীবী হতে চাই।সেই সাথে
নাচের উপর পি, এইচ, ডি করার ইচ্ছে আছে ।এ জন্য আমার স্বপ্ন পূরনে সকলের কাছে দোয়া চাই।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.