ছবি- সভায় উপস্থিত নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার -নরসিংদী
২৪ অক্টোবর বাদ মাগরিব হাজিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভাটি আগামী ৬ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকনের শুভ আগমন উপলক্ষে আয়োজিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ রানা বাবুল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হান্নান সরকার। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ, নরসিংদী সদর থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহেদ সরকার, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জামাল বেপারী, বিএনপি নেতা শহিদুল্লাহ, আশিক, সোনামিয়া, সাবু মিয়া, ও মোজাম্মেল প্রমুখ।
সভায় আগামী ৬ নভেম্বরের কর্মসূচিকে সফল করতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয় এবং হান্নান সরকারের নেতৃত্বে একটি মিছিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তুতি সভাটি জনসভায় রূপান্তরিত হয় ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঢল নেমে আসে ।