স্টাফ রিপোর্টার ( দৈনিক জনতার দেশ):জেলা পুলিশ প্রশাসন নরসিংদীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে,
গত ৬ মার্চ বৃহস্পতিবার ২৪ ঘন্টার এক ঝটিকা অভিযানে নরসিংদী জেলার বিভিন্ন থানায় 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনা করে ৪ জনকে এবং উদ্ধারজনিত ও নিয়মিত মামলায় ৩১ জনসহ সর্বমোট ৩৫ জনকে গ্রেফতার করা হয় এবং মাদক উদ্ধার অভিযানে ১১.৯ কেজি গাজা, ২২১ পিস ইয়াবা ও ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শিবপুর মডেল থানা পুলিশ কর্তৃক ০৬/০৩/২০২৫খ্রি. ০১:২০ ঘটিকায় শিবপুর থানাধীন সৃষ্টিগড় হাজিবাগান এলাকা হতে ৮ কেজি ২০০ গ্রাম গাজাসহ ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদী কর্তৃক ৪টি পৃথক পৃথক অভিযানে ২কেজি গাজা, ১৫০ পিস ইয়াবা ও ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৫জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১। সাগর মিয়া(২৩),পিতা-মৃত বাবুল মিয়া, সাং খৈসাখালী, থানা-শিবপুর,জেলা- নরসিংদী, ২৷ ইব্রাহিম খলিল@ রতন ভূইয়া (৫৫), পিতা-মৃত সালাম ভূইয়া, সাং- করিমগঞ্জ নয়াহাটি, থানা- রায়পুরা, জেলা-নরসিংদী, ৩। রিয়াজ উদ্দিন (২৬), পিতা-মৃত বেদন মিয়া, সাং-মাছিমপুর, ৪৷ মুক্তার হোসেন (৩৯), পিতা-মৃত হযরত আলী, সাং-উত্তর বাগহাটা, উভয় থানা ও জেলা-নরসিংদী ও ৫। মোঃ রাসেদ খান (৪৮), পিতা-আব্দর রাজ্জাক খান, সাং রুস্তমপুর, থানা- নন্দীগ্রাম, জেলা-বগুড়া। বেলাব থানা পুলিশ কর্তৃক থানাধীন জঙ্গুয়া সাকিনস্থ ঢাকা-সিলেট মহাসড়ক এলাকা হতে ১কেজি ৫০০ গ্রাম গাজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জুলেখা আক্তার জুলি চৌধুরী (৪২), পিতা-মৃত জহিরুল হক জারু মিয়া, সাং-বাখরাবাদ, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা। নরসিংদী মডেল থানা পুলিশ কর্তৃক ৫০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাধবদী থানা পুলিশ কর্তৃক ২১ পিস ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। সর্বমোট ১১.৯ কেজি গাজা, ২২১ পিস ইয়াবা ও ৩৫ বোতল ফেন্সিডিল এবং ৯জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, পুলিশ
সুপার আব্দুল হান্নান এর নেতৃত্বে নরসিংদীতে এই অভিযান অব্যাহত আছে এবং পবিত্র রমজান কে ঘিরে
আইন শৃঙ্খলা পরিস্হিতি স্থিতিশীল রাখতে আরো জোরালো পদক্ষেপ নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.