স্টাফ রিপোর্টার ( দৈনিক জনতার দেশ)ঃ
রায়পুরা থানা পুলিশের একটি আভিযানিক দল গত ৩০ জানুয়ারি গভীর রাত্ে রায়পুরা থানাধীন পলাশতলী ইউনিয়নস্থ আশারামপুর পাকা রাস্তার উপর একটি সিএনজিটি থামানোর সিগন্যাল দিলে সিএনজি হতে দুইজন ব্যক্তি নেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ২টি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ তাদেরকে আটক করেন।
উদ্ধারকৃত আলামত:
১। ০২ (দুই) টি পিস্তল
২। ১১ (এগার) রাউন্ড গুলি
৩। ০২ (দুই) টি ম্যাগজিন
৪। ০২ (দুই) টি মোবাইল
গ্রেফতারকৃত আসামীরা হলেন:
১। মোঃ আকাশ (২৮), পিতা-আবু সাত্তার, সাং-দক্ষিণ মির্জানগর, ইউপি-আমিরগঞ্জ, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী।
২। মোঃ রাসেল (৩০), পিতা-ফজলু মিয়া, সাং-বানিয়াচং, সদর পৌরসভা, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী (তার বিরুদ্ধে অস্ত্র আইন, মাদকদ্রব্য আইন, ডাকাতির চেষ্টাসহ মোট ০৯টি মামলা রয়েছে)।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.