স্টাফ রিপোর্টার ( দৈনিক জনতার দেশ):
রবিবার (২০ এপ্রিল) নরসিংদী পুলিশ লাইনস্ মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইকরণ (২য় দিনের) কার্যক্রম সম্পন্ন হয়েছে। উক্ত কার্যক্রমে নরসিংদী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আব্দুল হান্নান মহোদয়সহ নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভাপতি মহোদয় চাকরি প্রত্যাশীদের নিয়োগের ক্ষেত্রে প্রতারক ও দালাল হতে সাবধান থাকার জন্য আহ্বান জানান এবং সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে মর্মে অবহিত করেন।