ক্রাইম ডেক্স ( দৈনিক জনতার দেশ)
নরসিংদীর রায়পুরায় ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ ও হত্যার হুমকির ঘটনায় রাকিব মিয়াকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান র্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার সাদমান ইবনে আলম। এর আগে বুধবার রাতে ভৈরব থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ভিডিও ধারণকৃত ফোনসহ দুটি মোবাইল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত রাকিব মিয়া রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ এলাকার রতন মিয়ার ছেলে। সে এলাকায় চিহ্নত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।
সাদমান ইবনে আলম জানান, রোববার (১৬ মার্চ) রাতে রায়পুরার এক গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে রাকিব। এসময় ভিডিও ধারণ করে তার দুই সহযোগী। ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রী এবং তিন সন্তানকে একসঙ্গে জবাই করে হত্যা করার হুমকিও দেয় তারা। এ ঘটনার পরদিন (১৭ মার্চ) রাতে ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে ধর্ষক রাকিব মিয়াসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন। পরে আসামিদের গ্রেফতারে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার (১৯ মার্চ) রাতে র্যাব-১১ সিপিএসসি নরসিংদী এবং র্যাব-১৪ ভৈরবের দুটি টিমের যৌথ অভিযানে রাকিবকে গ্রেফতার করা হয়। এ সময় তার তার কাছ থেকে ধর্ষণের ভিডিও ধারনের মোবাইল জব্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.