স্টাফ রিপোর্টার : ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নরসিংদীতে রায়পুরা পশ্চিমাঞ্চলে ইসলামি আন্দোলন বাংলাদেশ এক গণ
সমাবেশের আয়োজন করে।৯ জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে রায়পুরা থানাধীন আমিরগন্জ ইউনিয়নস্হ হাসনাবাদ তাঁতী বাজারে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্হিত
ছিলেন শায়েখে চরমোনাই সিনিয়র নায়েবে আমির ইসলামি আন্দোলন বাংলাদেশ
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।ইসলামি আন্দোলন বাংলাদেশ আমিরগন্জ ইউনিয়ন
শাখার সভাপতি ফজলুল হক মোল্লা এর সভাপতিত্বে এই সমাবেশের কার্যক্রম শুরু হয়।
প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মাদ বদরুজ্জামান শিক্ষা ও
সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ ও নির্বাহি
পরিচালক, কলরব ইসলামি
শিল্পী গোষ্ঠী। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মাওলানা আরিফ বিন মেহের
উদ্দিন,সাংগঠনিক সম্পাদক
ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ,ঢাকা বিভাগ,মাওলনা মুসা বিন কাসিম,সাধারণ সম্পাদক ইসলামি আন্দোলন বাংলাদেশ
নরসিংদী জেলা শাখা,আলহাজ্ব
সামসুল হক সভাপতি রায়পুরা উপজেলা শাখা,আলহজ্ব আশরাফ হোসেন ভুঁইয়া সভাপতি নরসিংদী জেল শাখা
আলহাজ্ব আবদুল মতিন ( শিপন মোল্লা) মুফতি কাওসার
আহমেদ ভুঁইয়া চেয়ারম্যান, মহিষাশুরা ইউনিয়ন পরিষদ সহ
আরো ৪০ জন এর মতো আমন্ত্রিত অতিথি বৃন্দ এই গণসমাবেশে উপস্থিত ছিলেন।
উপস্হিত সকল বক্তাগণই আগামি জাতীয় নির্বাচনে কুরআন সুন্নাহ ভিত্তিক একটি
রাষ্ট্র পরিচালনার নিমিত্তে হাতপাখা মার্কায় ভোট দিয়ে
আল্লাহ- রসুল এর আইন বাস্তবায়ন করত: সবাইকে আহ্বান জানান। প্রধান অতিথি
তার বক্তব্যে সাবেক আওয়ামী দু:শাসনের চিত্র তুলে ধরেন এবং
কীভাবে বিগত ১৭ টি বছর আলেম মাশায়েখদের উপর অমানুষিক নির্যাতনের স্টীম
রুলার চালানো হয়েছে তার
বিবরণ দেন। তিনি আল্লাহ প্রদত্ত
কুরআন এর অনুশাসন মেনে ইসলামি শরিয়া মোতাবেক রাষ্ট্র
পরিচালনা করতে ইসলামি আন্দোলনের পতাকা তলে সামিল হতে সবাইকে উদাত্ত আহ্বান জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের
দলীয় প্রতীক হাত পাখা মার্কয়
ভোট দিয়ে একটি শোষণমুক্ত
ন্যায়- ইনসাফের রাষ্ট কায়েম
করতে আমন্ত্রিত সকল তৌহিদী
জনতাকে বিনীত অনুরোধ জানান।তিনি আরো বলেন,ধর্ম
বর্ণ,নির্বিশেষে সকলের মৌলিক
অধিকার বাস্তবায়ন সহ সার্বিক
নিরাপত্তা দিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিকের কাছে অঙ্গীকারাবদ্ধ।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.