________________________
মো: আজিজুল হক
দৈনিক জনতার দেশ
নরসিংদীর মনোহরদীতে রাসেল আহমেদ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মনোহরদী থানা পুলিশ।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর গ্রামের বাড়ির পাশে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। নিহত যুবক ওই এলাকার মৃত মাইনউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে যেকোন সময় রাসেল আহমেদকে হত্যা করে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় ফেলে রেখে দূর্বৃত্তরা। পরে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেয়। তিনি ইউনিয়ন যুবলীগের নেতা ছিলেন এবং গত বছর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।
রাজনীতির পাশাপাশি তিনি চালাকচর বাজারে বিকাশের ব্যবসা করতেন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁচ্ছেছে।
তবে কি কারণে হত্যাকান্ড তা এখনও বলা যাচ্ছে না। তদন্তের পর জানা যাবে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্হা করছি।