______________________
মো: আজিজুল হক
নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র চৌকস অফিসার আব্দুল গাফফার পিপিএম এর নেতৃত্বে ৯৬কেজি গাজা উদ্ধার। নরসিংদীর শিবপুরের একটি লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। গোয়েন্দা পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক আব্দুল গাফ্ফারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকার নতুন আটাশিয়া গ্রামের মনির হোসেনের একটি লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি প্লাস্টিকের বস্তা ভর্তি ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা এসএম কামরুজ্জামান জানান, ৯৬ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে কে বা কারা ওই স্থানে এত পরিমাণে গাঁজা কি কারণে রেখেছে, সেই বিষয়ে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.