_________________________
মো: আজিজুল হক
স্টাফ রিপোর্টার
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্ট ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার বিশেষ অভিযানে ৪৬ জনকে আটক করেছেন নরসিংদী জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৩ কেজি গাজা,
১৩৪ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ চার হাজার ছয়শ টাকা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ১৮ জন এবং নিয়মিত মামলায় ২৮ জনসহ সর্বমোট ৪৬জনকে আটক করা হয়।
মাদক উদ্ধার অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রায়পুরার হাসনাবাদ এলাকা হতে ৩ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৪৬০০ টাকা, পলাশ থানা পুলিশ নোয়াকান্দা খালপাড় ব্রীজ হতে ১১৪ পিস ইয়াবা এবং মনোহরদী থানা পুলিশ ২০ পিস ইয়াবাসহ উদ্ধার করেন।