জনতার দেশ রিপোর্ট :
নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে জুলাই আন্দোলনের পর। তখন জেলার অধিকাংশ পুলিশ অফিসার এলাকা ছেড়ে পালিয়ে যান, থানাগুলো ফাঁকা হয়ে পড়ে, আর অপরাধমূলক কর্মকাণ্ড ব্যাপকভাবে বেড়ে যায়। এমন সংকটময় মুহূর্তে নরসিংদীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেন আব্দুল হান্নান। তার দৃঢ় নেতৃত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে নরসিংদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে।
অপরাধ দমনে প্রশাসনিক হস্তক্ষেপ :
পুলিশ সুপার আব্দুল হান্নানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান জোরদার হয়, ঘুষখোর ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। যারা পুলিশের সুনাম ক্ষুণ্ন করছিলেন, তাদের অনেককে জেলা থেকে বিতাড়িত করা হয়। নরসিংদীকে নিরাপদ ও শান্তিপূর্ণ জেলায় পরিণত করতে তিনি ব্যাপক ভূমিকা রাখেন।
পলাশে দুই সহোদর হত্যাকাণ্ডে মানবিক পদক্ষেপ :
সম্প্রতি পলাশ উপজেলায় সংঘটিত একটি নির্মম হত্যাকাণ্ডে দুই সহোদর নিহত হন। এই হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ সুপার আব্দুল হান্নান তড়িঘড়ি করে ঘটনাস্থলে যান এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়ান। শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন, তাদের চোখের পানি মুছিয়ে সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দ্রুত খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দেন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তৎপর হন।
সমাজ পরিবর্তনে ইতিবাচক পদক্ষেপ:
তার কঠোর ও মানবিক ভূমিকার কারণে নরসিংদীতে অপরাধ প্রবণতা কমতে শুরু করেছে। তিনি নাগরিকদের আইনশৃঙ্খলা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এবং অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরামর্শ দিয়েছেন। তার নেতৃত্বে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে।
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন:
পুলিশ সুপার আব্দুল হান্নানের এই মানবিক উদ্যোগগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেকেই তাকে ‘মানবিক পুলিশ অফিসার’ বলে আখ্যায়িত করেছেন। তার এই দায়িত্বশীল ও মানবিক ভূমিকা নিঃসন্দেহে নরসিংদীর আইনশৃঙ্খলা রক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
পুলিশের প্রতি সাধারণ মানুষের নেতিবাচক চিন্তা চেতনা
এবং ভুল ধারণার অবসান ঘটিয়ে পুলিশ এবং জনতার
মাঝে একটি আন্তরিকতার সেতু বন্ধন তৈরি করে নরসিংদী কে মাদক- সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত একটি
পরিচ্ছন্ন জেলা হিসাবে রূপদান করবেন এমনটিই প্রত্যাশা
নরসিংদী জেলা বাসির।
আগামীর শ্লোগান হোক পুলিশ জনতা ভাই ভাই
অপরাধীর রক্ষা নাই।
কৃতজ্ঞতায়:
মাহবুবুর রহমান খান
সম্পাদক - প্রকাশক
দৈনিক জনতার দেশ
ও জনতার দেশ মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্ট।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.