স্টাফ রিপোর্টার: আজ ২৪ নভেম্বর রবিবার সকাল ১০ টায়
নরসিংদির, রায়পুরা থানাধীন আমিরগন্জ রেল স্টেশনে অনতি বিলম্বে স্টেশন মাস্টার
নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে এলাকার শতাধিক মানুষ।এই মানব বন্ধনে কলেজ
বিশ্বিদ্যালয়ের ছাত্র এবং এলাকার সচেতন নাগরিক সমাজ স্বতস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করেন।আমিরগন্জ ইউনিয়ন সমাজ কল্যাণ ও উন্নয়ন সংগঠনের উদ্যেগে আয়োজিত এই মানব বন্ধনের
নেতৃত্বে ছিলেন,আমিরগন্জ ইউনিয়নের সাবেক ইউপি,চেয়ারম্যান মোজাম্মেল হক,বিএনপির শীর্ষ নেতা,কামরুজ্জামান বাদল,এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এম,আর,মামুন, যুবদল নেতা মনিরুজ্জামান মৃধা,খোরশেদ আলম মাস্টার,যুবনেতা গাজী লুৎফর রহমান ( রবিন),বিশিষ্ট ব্যবসায়ী
সৈয়দ বিল্লাল হোসেন,যুবদল নেতা শফিকুল ইসলাম ভুঁইয়া শফিক, সুরুজ ডাক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই মানব বন্ধনে বক্তারা বলেন।বিগত ৩ বছর অতিক্রান্ত হতে চলেছে রায়পুরার বাণিজ্যিক রাজধানী আমিরগন্জ রেল স্টেশনে কোন স্টেশন মাস্টার
নেই।নেই কোন সিগন্যাল পোস্ট।
এহেন পরিস্হিতিতে প্রতিমাসেই
রেল লাইন পার হতে গিয়ে ২/৩
ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করছেন।আরো দুর্ভোগের বড় কারণ হচ্ছে এই ব্যস্ততম রেল স্টেশনে কোন আন্ত:নগর ট্রেনের
স্টপেজ না ধাকায় সাধারণ ট্রেন যাত্রীদের দুর্ভোগের কোন শেষ নেই।এই স্টেশনটি রাজধানী ঢাকা শহরের খুব নিকটবর্তী হওয়ায় প্রতিদিন শতাধিক যাত্রী
ব্যবসায়িক কাজে, ব্যক্তিগত কাজে,চাকুরির কর্মস্হল ঢাকা
যেতে,চিকিৎসা সেবা নিতে নিরাপদ যোগাযোগ মাধ্যম ট্রেনে
ভ্রমন স্বাচ্ছন্দ্য বোধ করেন।আমিরগন্জ রেল স্টেশনে কোন আন্ত: নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদের কে কষ্ট করে
নরসিংদী থেকে ট্রেনে ওঠে ঢাকা
যাতায়াত করতে হয়। এ প্রসংগে
কামরুজ্জামান বাদল বলেন, আগামী ১৫ দিনের মধ্যে এখানে
স্টেশন মাস্টার নিয়োগের পাশাপাশি যাত্রী সাধারণের কষ্ট
দূরীকরণের নিমিত্তে অন্তত: কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা
আন্ত: নগর এগার সিন্ধুর ট্রেন টিকে আপ- ডাউন স্টপেজ দিতে হবে। তারই এক তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে ইউনিয়ন যুবদলের প্রতিবাদী নেতা শফিকুল ইসলাম শফিক বলেন,
আমাদের এই ন্যায্য দাবি রেল প্রশাসন যদি মেনে না নেয় তাহলে আমরা আরো ঐক্যবদ্ধ
হয়ে রেল পথ অবরোধ করে আমাদের দাবি আদায় করবো।
আমরা রেল প্রশাসন কে ১৫ দিন
সময় দিলাম। এ প্রসংগে বিএনপি নেতা গাজী লুৎফর রহমান রবিন বলেন,এটা কোন রাজনৈতিক ইস্যু নয়,এটা আমাদের যৌক্তিক আন্দোলন।
আগামী ১৫ দিনের মধ্যে আমাদের দাবি মেনে নেয়া
না হলে এলাকার মানুষকে সাথে নিয়ে যে কোন মূল্যে তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।