মাহবুবুর রহমান খান:
জুলাই- আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের মহানায়ক তারুন্য,
বিপ্লব, দেশ প্রেমের একটি প্রতিচ্ছবি নাহিদ ইসলাম। যিনি
জুলাই- আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময়ে হাসিনা সরকারের আমলে জেল জুলুমের শিকার হয়েছেন।।তাকে তথাকথিতআয়না ঘরের টর্চার শেলে বন্দি রেখে দিনের পর দিন অমানুষিক নির্যাতনের
স্টিম রুলার চালানো হয়েছে।তারপর ও তিনি তার নৈতিক
দাবি এবং রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি।পরবর্তীতে ছাত্র- জনতার তীব্র আন্দোলনের মুখে হাসিনা
সরকারের পতন হলে ৯ আগস্ট ২০২৪ সালে ড. ইউনুস এর নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মহানায়ক নাহিদ ইসলাম
দেশ প্রেম এবং ত্যাগের কথা বিবেচনা করে অন্তবর্তীকালীন সরকার তাকে ডাক,তার টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে মনোনীত করেন বর্তমানে তিনি দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় উপদেষ্টা
পদ থেকে ইস্তফা দিলেন।স্বভাবতই এখন জনমনে প্রশ্ন
আসতে পারে তাহলে কি তাঁর পদ এবং পদমর্যাদার অবসান হচ্ছে? উত্তর জ্বী,না।তিনি উপদেষ্টার পদ থেকে
ইস্তফা দিলেও একজন কেবিনেট ( পূর্ণ) মন্ত্রির
মর্যাদা সহ রাষ্ট্রীয় প্রটোকল প্রাপ্ত হবেন।মুদ্দা কথা
উপদেষ্টা না থাকলে ও তিনি এখনো Full Miniser অর্থাৎ
পূর্ণ মন্ত্রি। হঠাৎ এই পদ থেকে সরে আসা প্রসঙ্গে বিভিন্ন
্print & Electronics মিডিয়ার সাংবাদিকদের সামনে
এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি খোলাসা করেন।
নতুন রাজনৈতিক শক্তি এবং একটি নতুন রাজনৈতিক দল গঠনের সাথে তিনি সম্পৃক্ত হতে যাচ্ছেন।উপদেষ্টার
পদ ছাড়া প্রসংগে তিনি মিডিয়া কর্মি দের বিনযের সাথে
জানান,জনগণের সাথে মিলে মিশে জনজণকে ঐক্যবদ্ধ
করতে গণ-অভ্যুত্থানের ( জুলাই - আগস্ট বিপ্লব, ২০২৪)
প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আমার এই সিদ্ধান্ত।
নতুন রাজনৈতিক দলের নাম,দলীয় প্রধান কে হচ্ছেন
এমন প্রশ্নোত্তরে তিনি বলেন, আপনারা আগামী ২৮
ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করুন,বিস্তারিত জানতে পারবেন। নাহিদ ইসলাম,বাংলাদেশের ইতিহাসে কেবল এক দফার ঘোষক হিসেবে ইতিহাস তৈরি করেননি। সরকারি গাড়ি, বাংলো, ভিআইপি প্রটোকল, ক্ষমতা সব ছেড়ে জনতার কাতারে এসে বিগত ৫৩ বছরের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নজির তৈরি করলেন। জনগণের প্রয়োজনে, দেশের বৃহত্তর স্বার্থে মন্ত্রীত্ব যে ছেড়ে দেওয়া যায় সেটাই প্রমাণ করলেন তিনি। আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের কোন পদে তিনি থাকছেন তা জানার কৌতুহল থেকেই গেল। নাহিদ ইসলাম এর কাধে যে মহান দায়িত্ব অর্পিত হতে যাচ্ছে, সেটা তিনি নিজ যোগ্যতায় দৃঢ়ভাবে পালন করতে সক্ষম হবেন। এমনটিই মনে করেন দেশ বাসী।দেশের এই ক্রান্তি লগ্নে একমাত্র নাহিদই ভরসা। উত্থাল সমুদ্র বক্ষে ঝড়ে নিমজ্জিত গোটা জাতিকে উদ্ধার করে আলোর পথ দেখাতে। নাহিদ বেঁচে থাকুক এই হতাশা গ্রস্হ জাতির ত্রাণকর্তা হয়ে ১৮ কোটি জনতার মাঝে অনাদি
অনন্ত।নতুন বাংলাদেশ গড়ার কারিগর নাহিদ এর জন্য শুভ কামনা অহর্নিশ।
প্রতিবেদকঃ
সম্পাদক- প্রকাশক
দৈনিক জনতার দেশ।
বি. দ্র. গত ২৫ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাড. ইউনুস এর হাতে পদত্যাগ পত্র পেশ
করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.