স্টাফ রিপোর্টার( দৈনিক জনতার দেশ)
১ ফেব্রুয়ারি ২০২৫ রোজ শনিবার সকাল সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বীপ জেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক জনাব নুর মোরশেদ এর সভাপতিিত্বে সদস্য সচিব মোহাম্মদ মোস্তফার সঞ্চালনায় দ্বীপজেলা ভোলা রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মিয়া মোহাম্মদ মোস্তফা কামাল কেন্দ্রীয় নেতা এডভোকেট মোহাম্মদ ইউসুফ, সৈয়দ সেলিম রেজা, মাকসুদুর রহমান মাসুদ, মোহাম্মদ আলাউদ্দিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ভোলা জেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন দ্বীপ জেলা ভোলা বাংলাদেশের বহু পুরোনো একটি ঐতিহ্যবাহী সম্ভাবনাময় দ্বীপ, যেখানে রয়েছে প্রাকৃতিক গ্যাস সহ সম্ভাবনাময় বহু সম্পদ এই দীপটি আগে থেকেই নদী ভাঙ্গন কবলিত, যার প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ আগেই নদীতে বিলীন হয়ে গেছে। এরপরও ভোলার কিছু অসাধু ব্যবসায়ীরা ভোলার তিন দিকের নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে এই বালু উত্তোলনের ফলে দ্বীপ জেলা ভোলা কোন এক সময় নদীতে বিলীন হয়ে যেতে পারে। তাই আমরা জোরালো দাবি জানাই অবিলম্বে এই বালু উত্তোলন বন্ধ করতে হবে এবং বিগত সরকারের ঘোষিত ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.