একটি বিশেষ সতর্কবার্তা: দৈনিক জনতার দেশ ও জনতার দেশ মাল্টিমিডিয়া টিভির
সকল সংবাদ দাতা/ প্রতিনিধিদের বিনয়ের
সহিত জানানা যাচ্ছে যে,এখন থেকে আপনারা কোন নিউজ পাঠানোর আগে
সতর্কতা অবলম্বন করবেন।এমন কোন নিউজ পাঠাবেন না,যে নিউজ প্রকাশিত
হলে রাষ্ট্র এবং সরকারের কর্মকাণ্ড প্রশ্ন বিদ্ধ
হয় কিংবা ভাবমূর্তি ক্ষুন্ন হয়। কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে
কোন ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়ে কোন নেতিবাচক নিউজ করে প্রশাসনিক জটিলতা
সৃষ্টি করা থেকে বিরত থাকুন। জেনে রাখবেন
প্রতিটি মিডিয়ার কর্মকান্ড গোয়েন্দা নজর দারির আওতাভুক্ত। সরকারের ইতিবাচক
সমালোচনা করে বস্ত নিষ্ঠ তথ্যবহুল স্বচ্ছ জবাব দিহিতা মূলক সংবাদ পরিবেশন করুন। দেশ ও রাষ্ট্রের জন্য অকল্যাণকর
কোন নিউজ পাঠিয়ে প্রশাসনিক জটিলতা
তৈরি করবেন না।যদি কোন প্রতিনিধির পাঠানো নিউজে প্রমাণিত হয় আপনি কোন
রাজনৈতিক দলের এজেণ্ডা বাস্তবায়ন করতে
পত্রিকা সম্পাদক কে বিপাকে ফেলে নিজ
স্বার্থ হাসিল করতে চাচ্ছেন তাহলে আমি
ব্যক্তিগত ভাবে আপনার বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্হা নিতে বাধ্য হবো। মনে রাখবেন,আমরা সাংবাদিক। কোন ব্যক্তির
তাবেদারি করবোনা।আমরা দেশ ও রাষ্টের
কল্যাণে তাবেদারি করি। এ ব্যাপারে সতর্ক
করে দেয়ার পরও যে সকল প্রতিনিধি
এমন দৃষ্টতা দেখিয়েছেন,যাদের নিউজের
কারণে পত্রিকাটির সম্পাদক মণ্ডলীর চেয়ারম্যান মহোদয়এর কাছে আমাকে
জবাব দিহি করতে হয়েছে তাদের চিহ্নিত
করে তাদের নিয়োগ পত্র,আইডি কার্ড বাতিল
বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।আগামী ১ মার্চ ২০২৫ খ্রি. থেকে এই সিদ্ধান্ত কার্যকর
হবে। বিষয়টি আমলে নিয়ে এ ব্যাপারে সতর্কতার সহিত নিউজ করতে সকল
সংবাদদাতা/ প্রতিনিধি ভাই- বোনদের বিনীত
অনুরোধ করছি।
সম্পাদক মণ্ডলীর চেয়ারম্যান মহোদয় এর নির্দেশ ক্রমে-
মো: মাহবুবুর রহমান খান
সম্পাদক- প্রকাশক
দৈনিক জনতার দেশ
ও জনতার দেশ মাল্টিমিডিয়া।
অপারগতায় : ০১৭৬৮৩৮৭৬৩৮।