উমর ফারুক বগুড়া প্রতিনিধি।
এতাআতী তথা ভারতের সা'দ সাহেবের অনুসারী কর্তৃক ঢাকার টঙ্গী ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের আলমী শুরার সাথীদের ওপর অতর্কিত হামলায় বগুড়ার শহীদ তাজুল ইসলামসহ অন্যান্য শহীদদের হত্যা ও আহতদের বিচারের দাবিতে বগুড়ার ওলামায়ে কেরাম তাবলীগ জামাত এবং তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,
উক্ত বিক্ষোভ সমাবেশে বগুড়া জেলার স্থানীয় ওলামায়ে কেরাম ও তাবলীগ জামাতের মুবাল্লিগ সাথি গণ তাদের বক্তব্যে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যায় বিচারের দাবির পাশাপাশি সা'দ অনুসারীদের ভ্রান্ত আকিদা পরিহার করে তওবার মাধ্যমে আলমী শুরার তথা ওলামায়ে কেরামের অধীনে তাবলীগ সহ দ্বীনের অন্যান্য কাজের আহ্বান জানান,
বিক্ষোভ সমাবেশের সভাপতি,
উস্তাজুল আসাতেজা আল্লামা ইয়াকুব নাজির চাটগামী সাহেব ভাইস প্রিন্সিপাল জামিল মাদরাসা বগুড়া দোয়া পরিচালনা করেন এবং জামিল মাদরাসার সিনিয়র মহাদ্দিস আল্লামা আব্দুল হক আজাদ সাহেব
কারবালা মাদরাসার শায়খুল হাদিস আল্লামা কাজী ফজলুল করিম সাহেব
মাওলানা আব্দুল মতিন সাহেব পরিচালক খাতুনের জান্নাত বালিকা মাদরাসা
মুফতি আলাউদ্দিন সাহেব শুরা জেলা মারকাজ সূত্রাপুর বগুড়া,
আরো অন্যান্য ওলামা একরাম ও তাবলীগ জামাতের সাথীদের উপস্থিতিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.