রেলক্রসিং পার হতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত।
রায়পুরা থেকে সৈয়দ সুমন:
রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদএলাকায় নরসিংদি থেকে আসা এক বাইক চালকপশ্চিম পাশের রেল ক্রসিং এ এগারোসিন্দুর ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।ট্রেনের ধাক্কায় তার বাইক
দুমড়ে মুচড়ে রাস্তার দু পাশে ছিটকে পড়ে এবং তার শরীর ফুটবলের মত হয়ে রেল লাইনের মাঝে পড়ে থাকতে দেখা গেছে। নিহতে বাইক চালকের নাম মো:
শফিক মিয়া তার বাড়ি শিবপর,খৈনকুট বলে জানগেছে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত তার মৃতদেহের ময়নাতদন্তের জন্য
রেলওয়ে পুলিশ লাশ নিয়ে গেছে বলে পুলিশ সূত্রে জানা
গেছে।প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন, আমিরগন্জ রেল স্টেশনে বিগত ৫ বছর ধরে কোন স্টেশন মাস্টার সহ
গেট কিপার না থাকায় গত ৩ বছরে এই জায়গায় অর্ধশত যাত্রী চলন্ত ট্রেনের নিচে চাপা পড়ে মৃত্যবরণ করেছেন আর শতাধিক যানবাহন ভেঙ্গেচুরে নিশ্চিন্ন হয়ে
গিয়েছে তবুও রেল কর্তৃপক্ষের টনক নড়ছেনা।
নরসিংদী রেলওয়ে পেসেঞ্জার কমিউনিটির এডমিন প্যানেল গভীর শোক প্রকাশ করেছেন
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.