মো:আজিজুল হক ও সৈয়দ সুমন (স্টাফ রিপোর্টার,দৈনিক জনতার দেশ): নরসিংদীতে টি হোসেন কোম্পানির জমি জাল জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করার চেষ্টাকারী ভূমিদস্যু ইমতিয়াজ রুবাইয়্যাতের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
টি হোসেন কোম্পানির জমি দীর্ঘদিন ধরে জাল জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করার চেষ্টা করে আসছিল একটি ভূমিদস্যু চক্র। এই চক্রের মূল হোতা ইমতিয়াজ রুবাইয়্যাত। স্থানীয় এলাকাবাসী এবং টি হোসেন কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা একাধিকবার এই ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু তাতে কোনো ফল হয়নি।
সম্প্রতি, টি হোসেন কোম্পানির পক্ষ থেকে ভূমিদস্যু ইমতিয়াজ রুবাইয়্যাতের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তার গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
এদিকে, ইমতিয়াজ রুবাইয়্যাতের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী এবং টি হোসেন কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা। তারা অবিলম্বে রুবাইয়্যাতকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইমতিয়াজ রুবাইয়্যাত দীর্ঘদিন ধরে টি হোসেন কোম্পানির জমি জাল জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করার চেষ্টা করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কিন্তু সে ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে।
বক্তারা আরও বলেন, ইমতিয়াজ রুবাইয়্যাত শুধু টি হোসেন কোম্পানির জমি নয়, আরও অনেকের জমি জাল জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে, সে আরও অনেক লোকের জমি দখল করে নেবে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে ইমতিয়াজ রুবাইয়্যাতকে গ্রেফতার করাই আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান টি হোসেন কোম্পানির কর্মকর্তা কর্মচারী ও এলাকাবাসী
পাশাপাশি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে
সম্পাদক ও প্রকাশক: মো. মাহবুবুর রহমান খান, নির্বাহী সম্পাদক: মো. মিজানুর রহমান, বার্তা সম্পাদক: হাসান আইয়ুব বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ২নং শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার মোড় রাজ্জাক প্লাজা (৩য় তলা), ঢাকা -১২১৭।
মোবাইল: 01768387638 (সম্পাদক-প্রকাশক), 01716965924 (নির্বাহী সম্পাদক), 01727457562 (বার্তা সম্পাদক)।
আঞ্চলিক কার্যালয়: হাজেরা টাওয়ার (৩য় তলা), রেলওয়ে স্টেশন রোড (খালপাড়), নরসিংদী।
ই-মেইল: aiobhasanar@gmail.com
Copyright © 2025 Daily Janotar Desh. All rights reserved.